3:27 pm , January 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ রোটারি ক্লাব ডিস্ট্রিক্ট ৩২৮১ এর বরিশাল জোনের জোনাল ট্রেনিং এসেম্বলি আজ দুপুর আড়াইটায় বগুরা রোড অক্সফোর্ড মিশন হাই স্কুলের বিপরীত দিকে ক্রাউন কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। জোনাল ট্রেনিং এসেম্বলিতে উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট ৩২৮১ বাংলাদেশ আশরাফুজ্জামান নান্নু। স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন রোটারীয়ান শহিদ সিদ্দিকী, রোটারীয়ান আশিক উল ইসলাম আরসি রমনা, রোটারীয়ান এস এম আনোয়ার হোসেন আরসি ঢাকা, রোটারীয়ান একে মজিবুর রহমান ঢাকা সিটি, রোটারীয়ান মো. কামরুল হাসান শান্তি নগর, রোটারীয়ান এসএম আনোয়ার হোসেন আরসি ঢাকা। রোটারীয়ানদের জবাব দিহিতা, স্বচ্ছতা এবং নিজ নিজ পেশায় দায়িত্ববোধ সম্পর্কে অবহিত করা হবে। জোনাল ট্রেনিং এসেম্বলিতে বরিশাল অঞ্চলের সকল রোটারীয়ানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।