3:26 pm , January 27, 2023

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে ভিক্ষুককে ৫০ টাকা সাহায্যের নামে এক হাজার টাকার জাল নোট দিয়ে তার কাছ থেকে ৯৫০ টাকা নিয়ে গেছে এক প্রতারক। শুক্রবার সকালে লালমোহন লাঙ্গলখালী বাজারে এ প্রতারণার ঘটনা ঘটে। ভিক্ষুক বৃদ্ধ তার উপার্জিত ৯৫০ টাকা খুইয়ে এখন দিশেহারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ লোকটি লাঙ্গলখালী বাজারে ভিক্ষা করে। সকালে লাঙ্গলখালী বাজারে উত্তর পাশে কালভার্টের কাছে এক মোটরসাইকেল যাত্রী তাকে কিছু ভিক্ষা দিবে বলে ১ হাজার টাকার খুচরা চায়। ভিক্ষুককে ১ হাজার টাকার একটি জাল নোট দিয়ে ভিক্ষুকের নিকট থেকে ৯৫০ টাকা নিয়ে চলে যায়। ভিক্ষুকের সাথে এমন জঘণ্য প্রতারণায় হতবাক স্থানীয়রা।