3:22 pm , January 27, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম প্রয়াত হয়েছেন প্রায় তিন বছর। নগরীর মুসলিম গোরস্থানে শায়িত আছেন তিনি। দক্ষিনাঞ্চলের আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা মরহুম সাহান আরা বেগমের রয়েছে ভক্ত অনুসারী। তার মধ্যে অন্যতম আরিফিন মোল্লা। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য আরিফিন মোল্লার গ্রামের বাড়ি সদর উপজেলার কড়াপুর। তাই প্রয়াত সাহান আরা বেগমের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। রাজনৈতিক অভিভাবক হিসেবে তাকে মান্য করতে আরিফিন মোল্লা। তাই প্রতি শুক্রবারে জুম্মা নামাজের পর মরহুমের কবর জিয়ারত করেন। তার রুহের শান্তির কামনায় দোয়া মোনাজাত করেন তিনি। শুক্রবার কবর জিয়ারতের সময় নজরে আসেন আরিফিন মোল্লা। দেখা যায় নিরবে শহীদ জননীর কবরে সামনে দুই হাত তুলে দোয়া করছেন আরিফিন মোল্লা। এ সময় তিনি জানান, আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন তার বাতিঘর। তাই তার জন্য নিরবে দোয়া করতে তার কবরে আসেন। এটা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।