3:21 pm , January 27, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রর ১৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
টিইউসি বরিশাল জেলা কমিটির সভপতি এমএ জলিলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন টিইউসি বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড. একে আজাদ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, নৌযান ফেডারেশন বরিশাল বিভাগীয় সহ-সভাপতি মাস্টার আবুল হাসেম, শ্রমিক নেতা আকতার হোসেন সপ্রু, আলাউদ্দিন মোল্লা, স্বপন দত্ত, তুষার সেন, জোসনা বেগম প্রমুখ। টিইউসির ১৫তম সম্মেলন উপলক্ষ্যে ও গণ সংগিত পরিবেশন করে বরিশাল উদিচি শিল্পগোষ্ঠি ।