ঝালকাঠিতে মেম্বরের বাড়ির পুকুর থেকে ব্রিজের রড উদ্ধার ঝালকাঠিতে মেম্বরের বাড়ির পুকুর থেকে ব্রিজের রড উদ্ধার - ajkerparibartan.com
ঝালকাঠিতে মেম্বরের বাড়ির পুকুর থেকে ব্রিজের রড উদ্ধার

3:19 pm , January 27, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি গ্রামের একটি পুকুর থেকে পুরাতন ব্রিজের রড উদ্ধার করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবসী সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারী বিকাল ৩টায় গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী চৌকিদারের সহায়তায় রমজানকাঠির সাবেক মেম্বর চুন্নু শরীফের বাড়ির পুকুর থেকে ৩৫ পিচ রড উদ্ধার করেন। উক্ত রডের আনুমানিক মূল্য ১০/১৫ হাজার টাকা বলে জানা যায়। উদ্ধারকৃত রড ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে রয়েছে বলে গোলাম মাওলা মাসুম শেরওয়ানী সাংবাদিকদের জানান। ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী সাংবাদিকদের জানান, “সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান চুন্নু শরীফের বাড়ির দরজার পুরাতর ব্রিজ ভেঙ্গে নতুন গাডার ব্রিজ নির্মাণের কাজ চলছে। পুরাতন ব্রিজের লোহার এঙ্গেল ও রড সাবেক মেম্বর মনিরুজ্জামান চুন্নু শরীফের হেফাজতে ছিল। আমি গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে দফাদার, চৌকিদার ও স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে অভিযান চালিয়ে সাবেক মেম্বর চুন্নু শরীফের বড় ভাইর ঘরের সাথে পুকুর ও বেড় থেকে ৩৫ পিচ রড উদ্ধার করি। উদ্ধারকৃত রডের আনুমানিক মূল্য ১০/১৫ হাজার টাকা। রড উদ্ধার করে পরিষদে সংরক্ষণ করে রাখা হয়েছে। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি এবং থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনার সাথে জড়িত দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন।” এ ব্যাপারে মুঠোফোনে সাবেক মেম্বর মনিরুজ্জামান চুন্নু শরীফ জানান, “আমার বাড়ির দরজার পুরাতন ব্রিজের রড ছিল যা চেয়ারম্যান নিয়ে যায়। বৃহস্পতিবার চেয়ারম্যান দফাদার ও চৌকিদার নিয়ে আমার বড় ভাইর পুকুর থেকে পুরাতন ব্রিজের কিছু রড উদ্ধার করেন। এই রড কে বা কারা রেখেছে আমরা জানি না।”

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT