বড় হল রুমে গ্রহনের আবেদন নিয়ে সভাপতির সাথে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাক্ষাত বড় হল রুমে গ্রহনের আবেদন নিয়ে সভাপতির সাথে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাক্ষাত - ajkerparibartan.com
বড় হল রুমে গ্রহনের আবেদন নিয়ে সভাপতির সাথে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাক্ষাত

12:45 pm , January 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির ভোট একটি বড় হল রুমে গ্রহন করার আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার সমিতির সভাপতি এ্যাড. লস্কর নুরুল হকের সাথে সাক্ষাত করে এ আবেদন জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ১১ সদস্যের প্রতিনিধি দল। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা ইউনিটের সভাপতি এ্যাড. মহসিন মন্টু জানান, আগামী ৯ ফেব্রুয়ারী বরিশাল জেলা আইনজীবী সমিতির ভোট। ওই ভোট ছোট ও অন্ধকার রুমে গ্রহন না করে বড় পরিসরে নেয়ার আবেদন জানানো হয়েছে। আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. লস্কর নুরুল হক বিষয়টি সমাধানের চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. মজিবর রহমান নান্টু, এ্যাড. শহীদ হোসেন, এ্যাড. নাজিমউদ্দিন আহমেদ পান্না, এ্যাড. মোকলেচুর রহমান বাচ্চু, এ্যাড কাজী বশিরউদ্দিন, এ্যাড. শাহ আমিনুল ইসলাম আমিন, এ্যাড. হাফিজউদ্দিন আহমেদ খান বাবলু, এ্যাড. সাদিকুর রহমান লিংকন, এ্যাড. আবুল কালাম আজাদ ইমন। এর আগে গত ২১ জানুয়ারী নির্বাচন কমিশনের সাত দাবিতে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। এতে এনেক্স ভবনের দ্বিতীয় তলায় ভোট নেয়া, বুথে ফোন নিয়ে প্রবেশ করতে না দেয়া, সিসি ক্যামেরা প্রতিস্থাপন, দুই জন জুডিসয়াল ম্যাজিষ্ট্রেটকে পর্যবেক্ষক নিয়োগ, ভোটার নেতা একা প্রবেশ করা, কক্ষের দরজা, জানালা বন্ধ রেখে ভোট গ্রহন না করা ও একজন করে এজেন্ট নিয়োগ করার ব্যবস্থা গ্রহন করা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT