3:36 pm , January 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার শিশু কন্যাকে সাপে দংশ করেছে। বৃহস্পতিবার উপজেলার নিজ বাসভবনে পুকুর পাড় থেকে সাপে দংশন করেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার জানিয়েছেন। শিশু কন্যা জেমিমা (৫) বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদার জানান, উপজেলায় সরকারী বাসভবনের পাশে পুকুর পাড়ে বেলা পৌনে ১২ টার দিকে সাপে দংশন করে। তাৎক্ষনিক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তার রক্ত পরীক্ষা করে কোন বিষ পায়নি। তবুও তাকে পর্যবেক্ষনে রাখার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে জেমিমা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ইউএনও।