কাঠালিয়ায় বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও প্রনয়ণে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কাঠালিয়ায় বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও প্রনয়ণে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
কাঠালিয়ায় বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও প্রনয়ণে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

3:28 pm , January 26, 2023

কাঠালিয়া প্রতিবেদক ॥ শিক্ষাক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়ণে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে শিক্ষা সংস্কার আন্দোলন হিসেবে কাঠালিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন কাঠালিয়া উপজেলা শাখা। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি তারা পালিত করেন। এসময় বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক আবদুল কাদের তাওহিদি, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. আল আমিন, সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, সহ সভাপতি আবু বকর সিদ্দিক, প্রশিক্ষণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, ছাত্রনেতা মো. আরিফ বিল্লাহ প্রমূখ। মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল ইসলাম। বক্তারা মানববন্ধন থেকে শিক্ষাক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়ণে জড়িতদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ঝুঁকিপূর্ণ ব্রিজে যানবাহন পাড়াপাড়, নেই সতর্কতার নির্দেশনা
মো. জসিম জনি, লালমোহন ॥ লালমোহন পৌরসভার ডাকবাংলো ব্রিজে ঝুঁকি নিয়ে যানবাহন পার হচ্ছে। ব্রিজটির রেলিং ভেঙ্গে গেছে। বিভিন্ন স্থানেও ভাঙ্গার চিহ্ন। ব্রিজে যানবাহন উঠলে সৃষ্টি হয় কম্পন। এ অবস্থাতেই গত তিন বছর ধরে চলাচল করছে শত শত যানবাহন। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হলেও সড়ক ও জনপথ বিভাগ থেকে কোন সতর্কতামূলক নির্দেশনা টানানো হয়নি। যার ফলে এখানে ইট, বালু বোঝাই ভারী যানবাহন প্রতিদিনই চলাচল করছে। ব্রিজটি নিয়ে ভোলা সড়ক ও জনপথ বিভাগ এবং লালমোহন পৌরসভার ভিন্নধর্মী বক্তব্য পাওয়া গেছে। পৌরসভা বলছে টেন্ডার হয়েছে ঠিকাদার কাজ করছে না। অন্যদিকে সওজ জানান এখনো টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
লালমোহন মূল বাজারের ডাকবাংলো ব্রিজটি অত্যন্ত ব্যস্ততম একটি ব্রিজ। প্রায় ৩০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ইতোমধ্যে বয়সের ভাড়ে জবথবু ব্রিজটি এখন চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। এই ব্রিজে একাধিক স্কুল বাস, ইট, বালু, পাথর বোঝাই ট্রাক, খাদ্যগুদামের ধান চালের ট্রাক ও যাত্রী পরিবহন প্রতিদিনই চলাচল করে। যে কোন সময় দুর্ঘটনার আশংকা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
ব্রিজটি নির্মাণে ইতোমধ্যে দরপত্র আহবান করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে দরপত্র মূল্যায়ন চলছে বলে জানান সওজের ভোলার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম। এসব প্রক্রিয়া বরিশাল থেকে চলছে বলে তিনি জানান। লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন জানান ভিন্ন কথা। তিনি জানান, ব্রিজটি সওজ থেকে টেন্ডার হয়েছে। ঠিকাদার মালামালও এনেছেন। কিন্তু ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভাঙ্গার আগে চলাচলের জন্য পাশ দিয়ে বাইপাশ ব্রিজ নির্মাণ নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। তিনি জানান, ব্রিজের পূর্বপাশে বাইপাশ ব্রিজ করার জন্য পর্যাপ্ত জায়গা নেই। এখানে যায়গা না পেয়ে ব্রিজের কাজ করছেন না ঠিকাদার। এই অবস্থায় বাইপাশ ব্রিজটি খাদ্যগুদামের সামনে দিয়ে পুরনো লঞ্চঘাটের স্থানে করলে সমস্যার সমাধান হয়। বাইপাশ ব্রিজ না করে এই ব্রিজটি ভাঙ্গতে তিনি আপত্তি জানান। তবে সওজের নির্বাহী প্রকৌশলী এসবের কিছুই জানেন না বলে জানান।
এদিকে লালমোহন পৌরবাসী দ্রুত ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু করার দাবী জানান। তা না হলে যে কোন সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT