3:27 pm , January 26, 2023
খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ (B M COLLEGE) ক্যাম্পাস সহ প্রাত:ভ্রমণ সংগঠন নবারুন শরীরচর্চা ফোরামের উদ্যোগে একটি নিয়মিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবারুন শরীর চর্চা ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুর রহমান বিশ্বাস। প্রধান চিকিৎসক হিসাবে সেবা দান করেন সংগঠনের সহ-সভাপতি ডাক্তার সৈয়দ সাইদুর রহমান কামাল। প্রোগ্রামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অব.কৃষিব্যাংক কর্মকর্তা আবদুস সালাম। সঞ্চালনায় ছিলেন জামাল হোসেন অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, প্রফেসর আ: ছালাম, আ বা খালেদ, মোস্তাফিজুর রহমান, হান্নান, আমিনুল ইসলাম, আলী মর্তুজা, আবুল কালাম, হোসেন, আব্দুল হাই আল হাদী, সাইদুর রহমান চঞ্চল প্রমূখ। অনুষ্ঠানে শতাধিক রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।