তিন ভাইয়ের প্রভাবে জিম্মি উজিরপুরবাসী তিন ভাইয়ের প্রভাবে জিম্মি উজিরপুরবাসী - ajkerparibartan.com
তিন ভাইয়ের প্রভাবে জিম্মি উজিরপুরবাসী

3:26 pm , January 26, 2023

সংবাদ সম্মেলনে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলায় তিন ভাইয়ে কর্মকা-ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলার সাধারণ মানুষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বাবুল।
সংবাদ সম্মেলনে তিনি উজিরপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মৃত রশিদ মোল্লার তিনপুত্র জেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপ্লব মোল্লা, থানা শ্রমিক লীগের সভাপতি শিপন মোল্লা এবং উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপোন মোল্লার অত্যাচার থেকে বাঁচতে বিচার বিভাগীয় তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দক্ষিণাঞ্চলের সর্বহারা জিয়া গ্রুপের আঞ্চলিক নেতা নিহত রশিদ মোল্লার তিন ছেলের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই হেনস্তার শিকার হন তারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তারা তিন ভাই উজিরপুরকে অঘোষিত নিয়ন্ত্রক। উপজেলাকে নিয়ন্ত্রণ করতেই বড় ভাই বিএনপি, মেঝো ভাই ১৯৯৬ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান এবং ছোট ভাই আওয়ামী লীগের রাজনীতি করেন। বড় ভাই উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপ্লব মোল্লা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেঝো ভাই জাতীয় শ্রমিকলীগের সভাপতি শিপন মোল্লা পুলিশের হাতে ২০১৬ সালে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলো। তিনি শ্রমিক ইউনিয়নের নামে আলফা, মাহেন্দ্রা ও ইজিবাইক চালকের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় করছেন লোকজন দিয়ে। যিনি চাঁদা দিচ্ছে না তার গাড়ি রাস্তায় আটকে দেওয়া হচ্ছে সন্ত্রাসী স্টাইলে।
তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, শিপন মোল্লা ও রিপন মোল্লা টাকার বিনিময়ে জমি দখল, টেন্ডারবাজীসহ সব ধরনের অপকর্ম করে থাকেন। সরকারের উন্নয়ন প্রকল্প উজিরপুরে আসলে রিপন মোল্লা ও শিপন মোল্লাকে ভাগ না দিলে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথেও খারাপ আচরণ এবং হেনস্তা করে। কোন ঠিকাদার কাজ পেতে হলে টাকার ভাগ দিতে হয় শিপন মোল্লাকে।
তাছাড়া তিন ভাই মিলে শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয় নাম দিয়ে অন্যের জমি দখল করে বিদ্যালয়ে দান করেছে। যার নেপথ্যে শিক্ষক নিয়োগ বাণিজ্যের পরিকল্পনা তাদের। তিন ভাইয়ের কাছে দেশি এবং বিদেশি অস্ত্র রয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
আরও বলা হয়, বড় ভাই বিপ্লব মোল্লা বাবু লাল শীল ও বিএনপি নেতা চুন্নু হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। তাদের ভাই শিপন মোল্লাও একই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। অস্ত্র মামলাও রয়েছে এর বিরুদ্ধে। তবে প্রভাব খাটিয়ে সেই মামলায় খালাস পান শিপন মোল্লা।
এসময় সংবাদ সম্মলেন প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বাবুল তাদের বিরুদ্ধে তার জমিজমা জোর করে দখলের অভিযোগ তোলেন। তাছাড়া তিন সন্ত্রাসী সহোদরের ভয়ে দীর্ঘ ১০ বছর ধরে নিজ জন্মভূমি উজিরপুরে যেতে পারছে না বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তিন ভাইয়ের সন্ত্রাসী কর্মকা-ের বিষয়ে পুলিশ-প্রশাসনের সবাই অবগত। কেননা তাদের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে। কিন্তু তারা এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না রহস্যজনক কারণে। প্রশাসনের নিরবতার কারণে সহোদর বাহিনীর বলয় আরও দীর্ঘ হচ্ছে। জিম্মি হয়ে পড়েছে এলাকার মানুষ। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT