নগরীতে নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত নগরীতে নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত - ajkerparibartan.com
নগরীতে নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

3:24 pm , January 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল থেকে সনাতন ধর্মালম্বীরা নিজ নিজ বাড়িতে এ পূজার আয়োজন করে। সেইসাথে সকাল ১০ টা থেকে নগরের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অর্চনা শুরু হয়। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২২ টি বিভাগ পৃথকভাবে ক্যাম্পাসের পদার্থবিজ্ঞান মাঠে এই পূজার আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা উপকরণ দিয়ে সৃজনশীল সাজসজ্জায় ম-পগুলো ফুটিয়ে তোলে। সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক সৃষ্টি সাহা জানান, তৃতীয় বারের মতো এবারেও বিএম কলেজে সরস্বতী পূজোর এতবড় আয়োজন করা হয়েছে। যেখানে কলেজের দুটি বিভাগ বাদে ২২ টি বিভাগ পূজার এ উৎসবের আয়োজন করে। সবমিলিয়ে এ কলেজের অধীনে ২৫ টি পূজার আয়োজন করা হয়। যা বরিশালের সব থেকে বৃহৎ আয়োজন। বরিশাল রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী বিজিতাত্মানন্দজী মহারাজ জানান, সকাল থেকেই দেবী সরস্বতীর পূজা আরাধনা শুরু হয়।  এখানে যজ্ঞানুষ্ঠান ও দেবীর পায়ে অঞ্জলী প্রদান অনুষ্ঠিত হয়।  এতে হাজারো ভক্তবৃন্দ অংশগ্রহণ করে। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।বরিশাল শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শাওন দাস বলেন, দুপুর ১২ টায় এখানে পূজা শুরু হয় এরপর অঞ্জলী প্রদান ও প্রণাম মন্ত্র পাঠ করেন ভক্তবৃন্দ। এরপর শিশু শিক্ষার্থীদের হাতেখড়ি দেয়া হয়। মন্দিরে আসা পূর্ণার্থী অন্তরা মজুমদার বলেন, বিদ্যা ও বুদ্ধি লাভের আশায় মা সরস্বতীর আরাধনা করেছি। মায়ের পায়ে অঞ্জলী প্রদানসহ সামনের পরীক্ষায় যাতে ভালো ফলাফল করতে পারি সেই লক্ষ্যে মায়ের কাছে প্রার্থনা করেছি। আর সামনে মাষ্টার্সের পরীক্ষা, যে ৭ টি বিষয় নিয়ে জটিলতা রয়েছে, সেই ৭ টি বই মায়ের পায়ে রেখে প্রার্থনা করার কথা জানিয়েছেন পূর্ণার্থী সারদ দাস।এদিকে বরিশালে বিভিন্ন বাসা-বাড়িতে ব্যক্তিগত আয়োজন এবং মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ৭ সহ¯্রাধিক পূজো অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।  বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে সকাল ৯ টায় বাণী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন দুপুর ১২ টায় মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় করেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এসময় কলা ও মানবিক অনুষদের ডিন ও রেজিস্টার অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন,  শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, প্রক্টর ড. খোরশেদ আলম,  কেন্দ্রীয় মন্দির কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক ড. বিজন কৃষ্ণ সাহা, সদস্য ড. সুব্রত কুমার দাস, ড. ধীমান কুমার রায়, ড. হেনা রানী বিশ্বাসসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ৯টি বিভাগের আয়োজনে এবছর সরস্বতী পূজা উদযাপিত হয়।  কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে বিভাগ কর্তৃক আয়োজিত এ পূজাস্থল পরিদর্শন করেন উপাচার্য, ট্রেজারারসহ অন্যান্যরা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT