3:30 pm , January 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ইসলামিয়া কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম-বার)। বুধবার সকালে কলেজ মিলনায়তনে মতবিনিময় করেন। এ সময় পুলিশ কমিশনার শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে মহামূল্যবান বই তুলে দেন। পুলিশ কমিশনার মতবিনিময়ে কালে মাদকের কুফল, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ফেরদৌস রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. রাসেল পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) সাদ্দাম হোসাইন, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) মো. তোতা মিয়া প্রমুখ।