3:29 pm , January 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে গিয়ে দুই ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে বলে মহানগর পুলিশের বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।
তিনি জানান, ঘটনার শিকার বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ছাত্র মহিউদ্দিন আহম্মেদ সিফাত বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ৭ জন নামধারী ও অজ্ঞাত ৭ জনকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনী জনতায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে গুরুতর ও সাধারন জখম করার অভিযোগ আনা হয়েছে। ওসি আরো জানান, মামলার পর বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান করে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো অভিযান চলছে।
গ্রেফতারকৃতরা হলেন : বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ বিজ্ঞান বিভাগের আলীম সালেহী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রিয়াজ উদ্দিন মোল্লা ও অর্থনীতি বিভাগের শামীম সিকদার।
ওসি আরও জানান, কি কারনে এ ঘটনা ঘটেছে এই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি মূল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে। মামলার বাদী সিফাত বলেন, গ্রেফতার হওয়া তিনজনের ছাত্রত্ব নেই। তারা পাশ করে বেরিয়ে গেছে।