4:04 pm , January 24, 2023

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় সৎ মায়ের গরম পানি নিক্ষেপে ঝলছে গেছে সারা শরীর এমন অভিযোগ পাওয়া গেছে।ঘটনার ৫ দিন পরে মৃত্যু। পাষন্ড সৎ মা রয়েছে পলাতক। জানা যায় উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাউশিয়গ্রামের নুরুল ইসলাম মীর এর ১৪ ভছরের তরুন প্রতিবন্ধী সাইদুল ইসলাম এর শরীরে সৎ মা ক্ষিপ্ত হয়ে গরম পানি নিক্ষেপ করে। এ ঘটনার দীর্ঘ ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ছাইদুলের মৃত্যু হয়। পানিতে ঝলছে মৃত্যু ছাইদুলের বড় ভাই ছিদ্দিক জানায় তার সৎ মায়ের কাছে খাবার চাইলে ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে গরম পানি ছুড়ে মারে।তখন ছাইদুলের শরীর গরম পানিতে ঝলছে গেলেও ৬ দিন পর্যন্ত চিকিৎসার জন্য বাহিরে যেতে দেয়নি সৎ মা। ছিদ্দিক আরো জানায় সে ৬ দিন নদীর থেকে মাছ ধওে এস এ অবস্থা থেকে ছোট ভাইকে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে নিয়ে আসে।
পরে কর্মরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম প্রেরন করে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় এ ঘটনায় মৃত্যু ছাইদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল সেবাচিম প্রেরন করা হবে।