4:03 pm , January 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কার্যালয় থেকে ৬০ রাউন্ড গুলি ভর্তি দুইটি ম্যাগজিন হারিয়ে গেছে। গত ৬ ডিসেম্বর গুলি হারিয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে বলে ওসি আজিমুল করিম জানিয়েছেন। তিনি বলেন, অনেক আগের ঘটনা। তদন্ত করছি। এখন পর্যন্ত উদ্ধার হয়নি। ওসি আরো জানান, খোয়া যাওয়া গুলি মহানগর পুলিশের রিজার্ভ ফোর্সের, সেগুলো ট্রাফিক অফিসে রাখা ছিলো, আর সেখান থেকেই গুলি খোয়া গেছে। নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) কার্যালয়ের নায়েক মো. মাকসুদুর রহমান দায়িত্বপালনকালে দুইটি ম্যাগজিন ভর্তি ৬০ রাউন্ড গুলি হারিয়ে ফেলেছে। এখন পর্যন্ত গুলি উদ্ধার হয়নি। মহানগরের উপ-পুলিশ কমিশনারের (ট্রাফিক) কার্যালয়টি নগরীর কালী বাড়ী রোড বিএম স্কুল সংলগ্ন এলাকার ভাড়া বাসায় কার্যক্রম পরিচালিত হয়। গুলি খোয়া যাওয়ার পর থেকে কার্যালয়ে প্রবেশ সীমাবদ্ধ করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ট্রাফিক অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা বাড়ানো হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানগরের উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত বলেন, এটা আমাদের নয়, যারা রাতে কার্যালয়ের নিরাপত্তা দেয় তাদের। এ বিষয়টি নিয়ে কোতয়ালী মডেল থানা কাজ করছে। উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) ভালো বলতে পারবেন। উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আলী আশারফ ভূঁঞা বলেন, ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনায় তদন্ত চলমান আছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।