3:54 pm , January 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বীর মুক্তিযোদ্ধা বরিশাল নগরীর নবগ্রাম রোডের বাসিন্দা শাহ আলম (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী অইন্না ইলাহী রাজিউন। ২৩ জনুয়ারী দিবাগত রাত ৯ টার দিকে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার বাদ জোহর নবগ্রাম রোডের ঈদ গাহ জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম এ্যাড.শহিদুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা ও মুত্তিযোদ্ধা সন্তান কমান্ডের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম শাহ আলম কর্ম জীবনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিডিআর) এর সদস্য ছিলেন। পরে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।