3:52 pm , January 24, 2023

পরিবর্তন ডেস্ক ॥ কুয়াকাটায় পর্যটন অংশীজনদের সাথে মতবিনিময় করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার দুপুরে কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের হলরুমে এ সভা হয়। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের উদ্যোগে এ সভা হয়। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. মো. আশরাফুর রহমান সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত পুলিশ সুপার কুয়াকাটা রিজিয়ন মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান (বিপিএম ও পিপিএম বার)। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান। উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম, বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ আবদুস সালাম ও কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। এ সভায় আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট মালিক, রেস্টুরেন্ট মালিক, টোয়াক, ছাতা বেঞ্চ মালিক সমিতি, ট্যুরিস্ট বোট মালিক সমিতি সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।