3:52 pm , January 24, 2023

ভোলা অফিস ॥ ভোলার বাংলাবাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে নারী-শিশুসহ ৩০জন আহত হয়েছে। ফিটনেসবিহীন বাস আর অদক্ষ চালককে দায়ী করছেন আহতরা। আড়াই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পরে স্বাভাবিক। মঙ্গলবার দুপুরে ভোলা বীর শ্রেষ্ঠ বাস টারমিনাল থেকে জমাদার পরিবহন নামক বাসটি যাত্রী নিয়ে জেলার সর্বদক্ষন চরফ্যাশনের উদ্দেশ্য ছেড়ে যায়। বাসটি বাংলাবাজার পার হয়ে জয়নাগর টিকনিক্যাল এন্ড বিএম কলেজের সামনে আসলেই কিছু বুঝে উঠার আগেই বামপাশের রাস্তা থেকে ডানপাশে গিয়ে খাদে পড়ে যায়। উল্টে পড়া বাসের ভিতর থেকে নারী-পুরুষ আর শিশুদের কান্না আর চিৎকারে গ্রামের আশপাশের মানুষ ছুটে আসে। যে যেভাবে পেরেছে আহত যাত্রীদেরকে বাসের ভিতর থেকে উদ্ধার করে। পরে বিভিন্ন যানবাহন আর এ্যাম্বুলেন্সে করে ভোলা সদর এবং আশপাশের হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে আহত নারী ও শিশুদের আর্তনাদে হাসপাতাল এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। ছুটে আসে রক্ত দেয়ার জন্য বহু যুবক আর রেড ক্রিসেন্ট এর যুবকরা।
খবর পেয়ে দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেনসহ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। একই সাথে আসেন ফায়ার সার্ভিসকর্মীরা। তারাও উদ্ধার কাজে অংশ নেন। একদিকে রাস্তা খারাপ আরেক দিকে চালকের বেপারোয়া চালানোকে দায়ী করেন, আহত যাত্রী মো. জাহাঙ্গীর আলম। চরফ্যাশন যেতেই বাসে উঠে বসেন। কে জানতো তার এই অবস্থা হবে। মাথা দিয়ে রক্ত ঝরছে দেখেও চিৎকার করে বলছেন তার শিশু সন্তানকে রক্ষা করতে। এক মায়ের এই আর্তনাদ পুরো হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। সাধারন মানুষ ছুটে আসে সাহায্য করার জন্য। এ বিষয় দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন বলেন,আমি শুনেই ঘটনাস্থলে ছুটে আসি। তবে যে অবস্থায় গাড়ী পড়ে আছে তা বলার কিছু নেই। বাস পাশ দিয়ে যাচ্ছিলো কিভাবে ডান পাশে গিয়ে খাদে পড়ে যায় তা বুঝতে পারছি না। তবে আহতদের উদ্ধার করে হাসপাতালের পাঠানোর কথা স্বীকার করে বলেন, আশা করছি দ্রুত বাসটি উদ্ধার করা সম্ভব হলে আরো কিছু জানা যাবে।