3:28 pm , January 23, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে আব্দুল্লাহ আল মেরিন (১৭) নামের কলেজ ছাত্রকে চড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে১১ টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। এ ঘটনায়কলেজ ছাত্রের বাবা মোঃ মুসা আলী বাদী হয়ে রবিবার সন্ধ্যায় বাবুগঞ্জ থানায় স্কুল ছাত্র মোঃ সিয়াম(১৬), মোঃ নাহিদ(১৭), মোঃ সুভ্র (১৬) সহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি সকালে কলেজ ছাত্র মেরিন প্রাইভেট পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন স্কুল ছাত্র সিয়াম তার বন্ধুদের নিয়ে পথরোধ করেন। এ সময় মেরিন এর কাছে তার বন্ধু রবিউলের সংবাদ জানতে চায়। রবিউলের মোবাইল নম্বর চায়। মেরিন রবিউল কোথায় আছে জানেন না এবং মোবাইল নম্বরও নেই জানায়। তখন সিয়াম ও তার দলবল মেরিনকে কিল ঘুষি ও চড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয়। পরে মেরিন বাড়ি ফিরলে তার পরিবাররা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, কলেজ ছাত্র মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।