3:28 pm , January 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কেডিসি নামারচর বস্তির নারী মাদক বিক্রেতা তাসলিমা বেগমকে তিন বছর কারাদ- দিয়েছে আদালত। এছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদ- দেয়া হয়েছে। সোমবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় দেন। দন্ডিত তাসলিমা নামারচর বস্তি এলাকার শহীদুল হাওলাদারের স্ত্রী। রায় ঘোষনার সময় তাসলিমা আদালতে উপস্থিত ছিলো। মামলার বরাতে বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারী র্যাবের একটি দল তাসলিমার ঘরে অভিযান করে। এ সময় তার ঘর থেকে ২৮ পুড়িয়া হেরোইন উদ্ধার করে। হেরোইন বিক্রির অভিযোগে তাসলিমাকে আটক করে। এ ঘটনায় র্যাবের ডিএডি শাহীনুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করে। কোতয়ালী মডেল থানার এসআই শাহ মো. ফয়সাল আহমেদ ১২ মার্চ তাসলিমাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।