3:27 pm , January 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৫ জন শ্রমিকের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে বরিশাল সিটি করপোরেশন। গতকাল নগর ভবনে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে সহায়তার চেক হস্তান্তর করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী বনায়ন শাখার শ্রমিক আমির আলী, পরিচ্ছন্নতা বিভাগের ১০ নম্বর ওয়ার্ডের শ্রমিক মরিয়ম বেগম, ২৪ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মী ফরিদা বেগম, ০৬ নম্বর ওয়ার্ডের ঝাড়–দার জানু লাল এবং ২১ নম্বর ওয়ার্ডের ঝাড়–দার রিনা বেগম বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেন। মৃত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উল্লেখিত মৃত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। সে অনুযায়ী গতকাল মেয়রের পক্ষে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় বিসিসির পচ্ছিন্নতা বিভাগের দায়িত্বে থাকা ভেটেরিনারী সার্জন ডা. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন