3:26 pm , January 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ধর্ষন চেষ্টার মিথ্যা অভিযোগ এনে মামলাকারী নারী ও তার স্বামীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। ধর্ষন চেষ্টার মামলার আসামী মামলায় সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. ইয়ারব হোসেন গ্রেপ্তারের নির্দেশ দেন। গ্রেপ্তারী পরোয়ানার আসামী হলো- ধর্ষন চেষ্টা মামলার বাদী মোসা. জিম্মি বেগম (২৭) ও তার স্বামী বাস চালক জাকির হোসেন। সে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত মালেক খানের ছেলে। মামলার বাদী হুমায়ন কবির একই এলাকার মো.ইসমাইল হাওলাদারের ছেলে। মামলার বরাতে বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানান, গত ২২ জুলাই জিম্মি বেগম বাদী হয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে দুই জনকে আসামী করে মামলা করে। মামলায় নগরীর বাংলা বাজার এলাকার বিজয় চন্দ্র দে ও হুমায়ন কবিরকে আসামী করে। মামলার তদন্ত করে বন্দর থানার পরিদর্শক গত ৩ নভেম্বর আদালতে চুড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এতে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, বাদী জিম্মি বেগম ব্যবসার প্রয়োজনে বিজয়ের কাছ থেকে তিন লাখ টাকা ধার নেয়। এর স্বাক্ষী ছিলো হুমায়ন। ওই টাকা ফেরত না দিয়ে হয়রানি করতে তাদের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মামলা করে জিম্মি। বিচারক মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে দুই আসামীকে অব্যাহতি দেয়। গত ৪ জানুয়ারী মামলার নিস্পত্তি করেন বিচারক। মিথ্যা অভিযোগে মামলা করে হয়রানি ও মানহানি করায় হুমায়ন কবির সোমবার এ মামলা করেন।