3:24 pm , January 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি সোমবার বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের দক্ষিণ সাগরদী তিতুমীর লেন সংলগ্ন মাঠে বিসিসির ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারের আয়োজনে জাহিদ ফারুক শামীমের পক্ষে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বিসিসির ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতিজসিম উদ্দিন, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মাহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স সরদার।