2:56 pm , January 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির সিভিল সার্জন শিহাব উদ্দিনকে বদলী করা হয়েছে। তাকে ফেনীর জেলা সিভিল সার্জন হিসাবে বদলী পূর্বক পদায়ন করা হয়। আর ঝালকাঠি জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এইচ এম জহিরুল ইসলাম কে ঝালকাঠির সিভিল সার্জন হিসাবে বদলী করা হয়েছে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওই বদলী আদেশ প্রদান করা হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রীর বরিশাল সফরের পরপরই এই বদলীর খবরে বরিশাল স্বাস্থ্য সেক্টরে নানা ধরনের কথা চাউর হয়। সবার ধারণা মন্ত্রীর সফরকে ঘিরে কোন ঘটনা ঘটায় তাকে বদলী করা হয়েছে। তবে বরিশাল স্বাস্থ্য বিভাগীয় উপ পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, শিহাবের বাড়ি ফেনী জেলায়। যে কারণে তিনি নিজেই আবেদন করে বদলী হয়েছেন। এটা তিনি দীর্ঘ দিন ধরে চেষ্টা করে আসছিলেন।