3:43 pm , January 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ধান গবেষনা রোডে এক কিশোরীকে গন-ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তযোগীর মা কোহিনুর বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ধর্ষন মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষিতা মেয়েটিকে উদ্ধার করে ওয়ান স্টপ ক্রেরাইাসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করেছেন। কোতয়ালী মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রী বলেন নগরীর ধান গভেষনা রোডের বাসিন্দা ওই ধর্ষিতা ১৬ বছরের কিশোরী। নগরীর একটি প্রতিষ্ঠানে ড্যান্স করার সুবাদে ধর্ষকের সাথে তার পরিচয় ঘটে এবং বন্ধুত্ব হয়। ঘটনার দিন ২১ জানুয়ারী সন্ধ্যায় ধর্ষিতাকে ফোন করে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন একটি মোবাইল ফেঅন টাওয়ারের কাছে যেতে বলে। কিশোরী সেখানে উপস্থিত হলে ড্যান্স সহকারী মিরাজ ও ওই ট্যাওয়ারের কর্মচারী জসিম মিলে তাকে গন ধর্ষন করে। পরে ধর্ষিতা কিশোরী বিষয়টি তার মাকে জানালে মা কোহিনুর বেগম শনিবার রাতে বাদী হয়ে মিরাজ ও জসিম কে নামধারী ও অজ্ঞাত ২/৩ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য ওসিসিতে ভর্তি করেছে এবং আসামীদের গ্রেফতাওে অভিযান অব্যাহত রেখেছে।