3:57 pm , January 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের ৬ জন পুলিশ কর্মকর্তা। গত ১৯ জানুয়ারী পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতি প্রদান করা হলেও বিষয়টি শনিবার পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশ করা হয়। পদোন্নতি প্রাপ্তরা হলেন বরিশাল জেলায় কর্মরত মোঃ আশ্রাব আলী,কামাল হোসেন,সামসুন নাহার আক্তার, বরিশাল মেট্টোপলিটনে কর্মরত মোসলেম উদ্দিন,পিরোজপুরের বেলায়েত হোসেন এবং বরগুনার বজলুর রহমান। পৃথক ৩ টি প্রজ্ঞাপনে মোট ৮২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) ৫১ জন, ইন্সপেক্টর (সশস্ত্র) ২১ জন ও ইন্সপেক্টর (শহর ও যানবাহন) ১০ জন। পুলিশ সদর দপ্তর জানায়, ২০২০ সাল থেকে বাংলাদেশ পুলিশের অধস্তন সদস্যদের মধ্যে সবচেয়ে মেধাবী, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পরীক্ষার মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়, যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।