4:08 pm , January 20, 2023

পরিবর্তন ডেস্ক ॥ রাজধানীর হাতিরঝিল থানায় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় আটক হয়েছেন বরিশাল মহানগরের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসনাইন খান অর্ক (৩০)। আটককৃত অর্ক বরিশাল মহানগরের ৯ নং ওয়ার্ডের কাঠপট্টি পূর্ব পুকুরপাড় এলকার সেলিম খানের ছেলে। ১৯ জানুয়ারী রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এর আগে গত ১৭ জানুয়ারি ফাহিম হাসনাইন অর্কের বিরুদ্ধে গর্ভের সন্তান নষ্ট করে ফেলা ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী মুনিয়া শারমিন প্রিয়া। মামলার এজাহার থেকে জানা গেছে- গত ১ বছর পূর্বে মুনিয়া শারমিনকে বিয়ে করেন আটককৃত ফাহিম হাসনাইন খান অর্ক। বিয়ের পর থেকে হাতিরঝিলের একটি বাসায় থাকতেন তারা। বিয়ের ৯ মাসের মাথায় ভুক্তভোগী সন্তান সম্ভবা হলে আটককৃত অর্ক কৌশলে পানিতে ঔষধ মিশিয়ে ভুক্তভোগীর পেটে থাকা সন্তান নষ্ট করে ফেলে। পরবর্তীতে ভুক্তভোগী নারী তার মায়ের পরামর্শে বরিশালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক জানান তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এবং জরুরি ভিত্তিতে গর্ভপাত করতে হবে। অতপর ভুক্তভোগী গর্ভপাতজনিত কারণে গত বছরের ১৯ ডিসেম্বর হতে ২২ ডিসেম্বর পর্যন্ত বরিশালে চিকিৎসা নেয়া শেষে আটককৃত ফাহিম হাসনাইন খান অর্কের হাতিরঝিলের বাসায় ফিরলে আটককৃত অর্ক ক্রমাগত সারে ৫ লাখ টাকা যৌতুকের জন্য ভুক্তভোগী মুনিয়া শারমিনকে চাপ দিতে থাকে এবং মারাত্মক শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। এরই জের ধরে গত ৩১ ডিসেম্বর ভুক্তভোগীকে উপুর্যপরি মারপিট করে হাতিরঝিলের বাসা থেকে বের করে দেয় ফাহিম হাসনাইন খান অর্ক। পরবর্তীতে ভুক্তভোগী মুনিয়া শারমিন হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শেষে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে ১৭ জানুয়ারি নারী নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। এরই প্রেক্ষিতে মহাখালী ডিওএইচএস এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক হন ফাহিম হাসনাইন খান অর্ক। ইতোমধ্যে এ মামলায় তাকে আদালতে পাঠিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।