3:34 pm , January 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল আদালতের সাবেক সরকারী কৌশলী (জিপি) কেবিএস আহম্মেদ কবীরের মা সামসুন্নাহার বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাবেক শিক্ষা কর্মকর্তা মরহুম বিএ খানের স্ত্রী সামসুন্নাহার বেগমের জানাজা নামাজ বাদ জুম্মা নগরীর নুরিয়া কিন্ডারগার্টেন মাঠে অনুুষ্ঠিত হয়। জানাজা নামাজে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. লস্কর নুরুল হক, সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন প্রমুখ। জানাজা শেষে মরহুমাকে নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে।