3:36 pm , January 19, 2023

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ ২০৪১ সালের মধ্যে শিল্প বিপ্লবের যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি, দেশ আজ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়শুনায় মনোযোগী হতে হবে। বৃহস্পতিবার মুলাদী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বেগম শামছুন্নাহার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আউয়াল শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শুধু জিপিএ-৫ পাওয়া আর ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। তিনি বলে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ ফেসবুক ব্যবহারে সতর্ক হতে হবে, রাত জেগে ফোন ব্যবহার করা থেকে বিরত রাখতে হবে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। তিনি সকলের প্রতি দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি এসএম আক্তার উজ জামান বলেন, এ জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ও মুলাদীর মানুষের মুখ উজ্জ্বল করেছ, সেজন্য তোমাদের অভিনন্দন জানাই। তোমরা শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে হবে। কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মন্টু বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. বারী, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল হাসান খান মিঠু, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, মুলাদী পৌরসভার মেয়র মোঃ শফিক উজ্জামান রুবেল,মুলাদী সার্কেল এএসপি মো. মতিউর রহমান,মুলাদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। মোয়াজ্জেম হোসেন বিশ্বাসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন খান, কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু হাসানাত, মুলাদী উপজেলা কৃষক লীগের সভাপতি শিক্ষক নেতা এইচ এম কামাল হোসেন, শিক্ষার্থী মোসাঃ তামান্না, মোসাঃ মহুয়া প্রমূখ।