3:30 pm , January 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নৌ পুলিশের অভিযানে ২১০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পরে নগরীর আমতলার মোড়ে যাত্রিবাহী বাসে অভিযান পরিচালনা করে এই জাটকা উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার সকালে জাটকাগুলো নগরীর বিভিন্ন এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়। বরিশাল নৌ পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিন এবং সহকারী পুলিশ সুপার মোঃ দ্বীন ই আলম অভিযানের নেতৃত্ব দেন।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মোঃ আলাউদ্দিন আল মাসুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসপি স্যারের নেতৃত্বে নগরীর আমতলা মোড়ে যাত্রিবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি বাস থেকে ২১০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় এবং বুধবার আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাছগুলো এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।