3:29 pm , January 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে ইসলামিয়া মহিলা কলেজের অধ্যক্ষের আইনবর্হিভুত কর্মকান্ডের ঘটনায় শোকজ করেছে বরিশাল শিক্ষাবোর্ড। আগামী সাত দিনের মধ্যে কারন দর্শানোর ওই নোটিশ দিয়েছেন বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেন।
শোকজ নোটিশ সুত্রে জানা গেছে, বাকেরগঞ্জ ইসলামিয়া মহিলা কলেজের অধ্যক্ষ বিভিন্ন সময় আইনবর্হিভুত কর্মকান্ডের মাধ্যমে অপতৎপরতা চালিয়েছে। শিক্ষা বোর্ড একাধিকবার ক্ষমা করেছে। কিন্তু বর্তমানে তিনটি কাজ ক্ষমার অযোগ্য। তাই তাকে সাত দিনের মধ্যে জবাব নিয়ে স্ব শরীরে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নোটিশে যে তিনটি কাজের জন্য অধ্যক্ষকে শোকজ করা হয়েছে তা হলো-কলেজের স্বীকৃতি নবায়নের আবেদনের সাথে জমির খাজনা দেয়ার রশিদ ঘষামাজার মাধ্যমে হালনাগাদ করা, শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের স্বাক্ষর জাল করে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা বিষয়ের জাল স্বীকৃতি পত্র তৈরি করা ও বরিশাল শিক্ষা বোর্ডের জাল স্বীকৃতি তৈরি করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিপ্তরের আঞ্চলিক কার্যালয়ে পাঠিয়েছেন অধ্যক্ষ। কারন দর্শানোর নোটিশের সঠিক জবাব না পেলে কলেজের এমপিওভুক্তি বাতিলে মাউশির মহাপরিচালকের কাছে সুপারিশ করা হবে।