3:57 pm , January 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর চাঁদমারী বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকা-ে চারটি টিনসেট ঘর পুড়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, তাদের সাতটি ইউনিট ৭ টা ৩৫ মিনিট থেকে ৫২ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলেন উপ-পরিচালক মিজানুর রহমান। তিনি আরো জানান, খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে নদীতে একটি অত্যাধুনিক অগ্নিনির্বাপক নৌযান প্রস্তুত ছিলো। ঘরের বাসিন্দারা নিরাপদ রয়েছেন। নগরীর ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান জানান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ষ্টেডিয়ামের পিছনে বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকান্ডে বজলু, মজিবর, রাকিব ও খলিলে ঘর সম্পূর্ন পুড়ে গেছে। এছাড়াও ২/৩টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।