3:52 pm , January 17, 2023

লালমোহন প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অথর্নীতি আজ চাঙ্গা হয়েছে, দেশের শহর থেকে গ্রামগঞ্জ সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শেখ হাসিনার জন্য বাংলাদেশ বিশ্বের কাছে আজ মডেল ইকোনমিক কান্ট্রি বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক খেলার মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় এমপি শাওন আরোও বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই যাত্রা শুরু হয় বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের। অ্যাথলেটিকসের মাধ্যমেই সর্বপ্রথম বিশ্ব আসরে বাংলাদেশের পতাকা তুলে ধরার সুযোগ লাভ করেছিল বাংলাদেশ। এক সময়ের তলাবিহীন ঝুঁড়ি হিসেবে বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যার হাত দরে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীৃ লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।