3:51 pm , January 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার মঙ্গলবার বিকেলে সদর রোড জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় এ অনুষ্ঠান হয়। দক্ষিণ ও উত্তর জেলা মহিলা দল যৌথভাবে এ কর্মসুচীর আয়োজন করে। দক্ষিন জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন। দক্ষিন জেলার সাধারন সম্পাদক রেশমা রহমানের সঞ্চালনায় আরো বক্তব্যে রাখেন সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সিনিয়র সদস্য জিয়াউল ইসলাম সাবু, উত্তর জেলা মহিলা দলের সাধারন সম্পাদক লিপি নাসরিন, সহ-সাংগঠনিক সম্পাদক লিমা হাসান প্রমুখ। অপর দিকে দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় মহানগর মহিলা দলের আয়োজনে সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মহানগরের সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক। এ সময় মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।