3:05 pm , January 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ও সদর উপজেলা বিএনপি। গতকাল সকালে সদররোড দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিদ্যুতের মূল্য কমিনে আনার আন্দোলন সহ ১০ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত বরিশাল মহানগর বিএনপি আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে এই অবৈধ নিশিরাতের সরকারকে হটিয়ে তত্বাবধায়ক সরকারের দাবী বাস্তবায়ন করেই রাজ পথ ত্যাগ করবে।
সমাবেশে সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, কে এম শহিদুল্লাহ, মহানগর, মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা তিথি। সমাবেশে উপস্থিত ছিলেন, সিনিয়র সদসদ্য,আ.ন. ম সাইফুল আহসান আজিম, দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন,সাইফুল আনাম বিপু, আরিফুর রহমান বাবু,জহিরুল ইসলাম , মাহবুবুর রহমান পিন্টু।
অপরদিকে বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গনে বরিশাল সদর উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করে। সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, বরিশাল দক্ষিন জেলা কৃষকদলের আহবায়ক এইচ.এম মহসিন আলম,জেলা মহিলাদলের সভাপতি ফাতেমা রহমান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারন সম্পাদক এইচ.এম তছলিম উদ্দিন প্রমুখ।