3:00 pm , January 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে অষ্টম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুসরাত আক্তার (১৪) ওই গ্রামের নজরুল ইসলাম মল্লিকের মেয়ে এবং পার্শবর্তী শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী ছিলো।
স্বজনরা জানান, আত্মহননকারীর পিতা পক্ষাঘাতগ্রস্থ এবং মা দোকানে দিয়ে চা বিক্রি করে সংসার চালায়। নুসরাত এর আগেও একবার আত্মহননের চেষ্টা করে। আর এবারে বসত বাড়ির রান্না ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান। আর পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।