2:57 pm , January 16, 2023

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলার চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে ঝড়ে পড়ছে শিক্ষার্থীরা। শিক্ষার আলো থেকে অনিশ্চয়তা ও অন্ধকারে দিকে ধাবিত হচ্ছে এসব কোমলমতি শিশুরা। উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৩ নং ডিগ্রিচর গ্রামে গিয়ে দেখা যায় আলাবক্স হাওলাদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মনিরুল ইসলাম নামে মাত্র ১ জন শিক্ষক রয়েছেন। ২০২০ সালে ঐ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন মনিরুল ইসলাম। তার যোগদানের আগে থেকেই ডেপুটিশনের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ। গত ১৫ ডিসেম্বর সরকারী নিদেশনা অনুযায়ী ডেপুটিশনের শিক্ষকরা স্ব স্ব বিদ্যালয় পাঠদানের যোগদানের নিদের্শ করা হয়। তিনি আলাবক্স হাওলাদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ছাড়তে না চাইলেও বাধ্য হয়ে গত ১০ জানুয়ারী স্ব বিদ্যালয়ে যোগদান করেন। সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বলেন, এই বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের পদ রয়েছে। সেখানে একমাত্র তিনি রয়েছেন। একার পক্ষে কি করে ৫ টি শ্রেণীতে পাঠদান করবো। তাই সঠিক ভাবে পাঠদান না হওয়ায় শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে। বিদ্যালয়ের জমি দাতা সদস্য ইউপি সদস্য মনির চৌকিদার জানায়, অবহেলিত এই গ্রামের কোমলমতি বাচ্চাদের কথা চিন্তা করে আমি বিদ্যালয় স্থাপন করার জন্য জমি দান করেছি। বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষক সংকটে ছাত্রছাত্রীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গাফফার জানায় চরাঞ্চলে যেসব বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে সেসব বিদ্যালয়ে নতুন শিক্ষক যোগদান করলেই শিক্ষক সংকট দূর হয়ে যাবে। আশা করি সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা আর ঝড়ে পরবে না।