3:30 pm , January 15, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ভাটিখানা থেকে ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এ অভিযান করেছে কাউনিয়া থানার একটি দল। আটক মাদক বিক্রেতা হলো- নিশাত হ্ওালাদার (৩৪)। সে ভাটিখানা কাজীবাড়ি মসজিদের পশ্চিম পার্শ্বের বাসিন্দা মনু হাওলাদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিখানার নিউ হাউজিং এলাকার জামাল হোসেন কবির ও জাকিয়া সুলতানার পাঁচ তলা ভবনের নিচতলায় অভিযান করা হয়। সেখান থেকে ৪০০ পিস ইয়াবাসহ নিশাতকে আটক করা হয়েছে।