3:27 pm , January 15, 2023

জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায়
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর যানজট নিরসনে সিটি কর্পোরেশনের প্রধান সড়কটি প্রশস্ত করা হবে। সড়ক প্রশস্ত করণের অংশ হিসেবে সড়কের পাশের বৃক্ষ কাটা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে সড়ক প্রশস্তকরণের মূল কাজ শুরু হবে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন রোববার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এই তথ্য জানান। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে তীব্র যানজট নিরসনে দৃস্টি আকর্ষণ করলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এই তথ্য জানান। তিনি আরও বলেন, পরবর্তীতে নথুল্লাবাদ ও রুপাতলী বাসস্ট্যান্ড দুটো শহর থেকে দূরে সরিয়ে নেওয়া হবে। বরিশাল জেলায় ব্যক্তি মালিকানাধীন এবং সরকারি পর্যায়ে কোন জমি অনাবাদী রাখা যাবে না । প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ সকল জায়গায় যে ফসল, সবজি বা ফল জন্মে তা আবাদের জন্য জেলা প্রশাসক সকলের প্রতি আহ্বান জানান। সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চতুর্থ ডোজ টিকা গ্রহণের আহ্বান জানানো হয়। এ লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায় আগামী ২২ থেকে ৩১ জানুয়ারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। সভায় জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।