3:24 pm , January 15, 2023

মো. আফজাল হোসেন, ভোলা ॥ ভোলায় ইট বোঝাই ট্রলি ও মোটর সাইকেলের সাথে সংঘর্ষে মো. সোহেল (২৬) এবং মো. শাওন (২০) নামের আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার দুপুরে ভোলা সদর উপজেলার ভোলা-বরিশাল মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার সংলগ্ম ধানসিঁড়ি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঐ সময় দুই ভাই ভোলা শহর থেকে নিজ গ্রাম মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে তাদের মোটরসাইকেলটি ভোলা-বরিশাল সড়কের ভোলার পশ্চিম ইলিশার ধানসিড়ি এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই সোহেল এবং শাওন মারা যায়। স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরন করে। নিহত দুই ভাই মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের প্রবাসী আব্দুল করিম মোল্লার ছেলে। ভোল সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধার ও ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে। নিহতর পরিবার লাশ নেয়ার জন্য জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর আবেদন করেছে। অনুমতি পেলে লাশ পরিবার এর সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।