3:23 pm , January 15, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে গেছে। এতে ১০ শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় রোববার বালু উত্তোলকারী ড্রেজার সোহান জোতির স্বত্তাধিকারী বাবুগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এতে এমভি মনিংসান লঞ্চের চালক ও সহকারীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, সরকারী অনুমোদন নিয়ে আড়িয়াল খা নদীর পূব ভুতেরদিয়া এলাকা বালু উত্তোলন করে বাল্ক হেডে মজুদ করছিলো। শিকারপুর থেকে ছেড়ে আসা মনিংসান ৯ ড্রেজার ও বাল্কহেডের উপর উঠিয়ে দেয়। এতে বাল্ক হেড ডুবে যায়। ড্রেজার ও বাল্ক হেডে থাকা ১০ জন শ্রমিক নদীতে লাফিয়ে পড়েছে। এর মধ্যে গুরুতর আহত মাইনুল হোসেন, শামীম ও ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, বালু উত্তোলন ড্রেজারের সাথে সংর্ঘষের ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।