3:22 pm , January 15, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে গ্রাম ও থানা পুলিশের পোষাক পড়ে প্রতিপক্ষের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে গত ১১ জানুয়ারী রাতে মুলাদী উপজেলার সদর ইউনিয়নের খালাসিরচর গ্রামের আঃ মন্নান হাওলাদার এর পুত্র মোঃ আরিফ হোসেন ও তার পরিবারের লোকজনের সাথে এ ঘটনা ঘটেছে। অভিযোগ কারী আরিফ হোসেনের স্ত্রী মুক্তা বেগম জানান, গত ১১ জানুয়ারী গভীর রাতে ঘরের দরজায় স্বামীর নাম ধরে ডাকাডাকি করে। তখন দরজা খুলে দেখি গ্রাম ও থানা পুলিশি পোষাক পড়া মুখোশধারী ৪/৫ জন লোক। তাদের দেখে স্বামী পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পুলিশি পোষাক পড়া লোকজন তল্লাসির নাম করে স্বামীকে খুজতে থাকে। তাকে না পেয়ে ঘরের ঘরের মাঁচায় উঠে ট্র্যাংকের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণা অলংকার ও টেবিলে থাকা ল্যাপটব ও দুইটি মোবাইল নিয়ে গেছে। তাকে চড় দিয়ে হাতে থাকা র্স্বনের চুরি খুলে নিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। এ সময় আমি ডাকচিৎকার করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় আরিফ হোসেন বাদী হয়ে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করছে। অভিযোগ পেয়ে মুলাদী থানার এস আই কাইয়ূম ঘটনা স্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানিয়েছে।