নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা কথন নিয়ে প্রথম সাময়িকী ‘বিজয়িনী’ প্রকাশিত  নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা কথন নিয়ে প্রথম সাময়িকী ‘বিজয়িনী’ প্রকাশিত  - ajkerparibartan.com
নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা কথন নিয়ে প্রথম সাময়িকী ‘বিজয়িনী’ প্রকাশিত 

3:21 pm , January 15, 2023

পরিবর্তন ডেস্ক ॥ নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা কথন নিয়ে প্রথম সাময়িকী ‘বিজয়িনী’ প্রকাশিত হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, মিডিয়া বিশ্লেষক ও গবেষক ড. মুহিব্বুল্লাহ শাহীন এর সম্পাদনায় ওয়েব ফাউন্ডেশন সাময়িকীটি প্রকাশ করেছে। বিজয়িনী’র উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। সাময়িকীটিতে নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার বাস্তব চিত্র, ওয়েবের অগ্রযাত্রা, আদিবাসী উদ্যোক্তা জীবন, নারীর শারীরিক ও মানসিক সমস্যা, ভ্রমণ কাহিনী, উদ্যোক্তাদের করনীয় ও বর্জনীয় প্রভৃতি বিষয় নিয়ে ওয়েবের নারী উদ্যোক্তারা লিখেছেন। আছে নারী উদ্যেক্তার জন্য উপযোগী পরামর্শও। সাময়িকীর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ওয়েব প্রেসিডেন্ট রূপা আহমেদ। এছাড়া সম্পাদনা পরিষদের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন ওয়েব ভাইস প্রেসিডেন্ট রবিন আহমেদ ও ওয়েব সেক্রেটারি শরিফা ইশরাত জাহান সাদিয়া। ওয়েব চীফ এডভাইজার ও সাময়িকীর সম্পাদক ড. মুহিব্বুল্লাহ শাহীন বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর বড় অংশ নারী। আর নারীদের পিছিয়ে রেখে দেশের অর্থনীতি সাবলম্ভী করা সম্ভব নয়। তাই এই সাময়িকীর প্রকাশ পিছিয়ে থাকা নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন পূরণ করবে বলে আমাদের আশা। একইসঙ্গে আমার বিশ্বাস, এই সাময়িকী হতাশা গ্রস্থ নারীদের নতুন পথচলায় পাথেয় হবে। তিনি ওয়েব কর্তৃপক্ষকে এমন একটি কাজে সহযোগী হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে এর ধারা অব্যাহত থাকবে এমনটাই আশাবাদী সম্পাদক সহ সকলে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT