3:25 pm , January 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কালিজিরা এলাকায় অর্ধশতাধিক গাছ কর্তণকারি মূল আসামী আওয়ামী লীগ নেতাকে ১০ দিনেও গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। ৩ জানুয়ারী রাতে নগরীর কালিজিরা ব্রীজের অপর প্রান্তের ঢালে ঝালকাঠির নলছিটিতে বনায়নের জন্য লিজ নেওয়া জমির অর্ধশতাধিক গাছ কেটে ফেলে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যহতি পাওয়া সোলায়মান হাওলাদার বাপ্পী। জানা গেছে, এই ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণের সহধর্মীনি ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ঝালকাঠির নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে প্রধান অভিযুক্ত সোলায়মান আহম্মেদ বাপ্পী। তবে ১০ দিন পার হলেও থানা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এই বাপ্পীকে। ঝালকাঠির নলছিটি থানা পুলিশের ওসি আতাউর রহমান বলেন, ওই মামলায় প্রধান আসামী বাপ্পীকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেপ্তারে আমরা কাজ করছি।