3:18 pm , January 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মাতা মোসাম্মৎ নুরুন্নাহার খাতুনের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাত ও কোরআনখানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুসলিম গোরস্থান রোডস্থ আব্দুল মান্নান ডিডিএফ মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করা হয়। এতে জাহাঙ্গীর কবির নানকসহ তার সব ভাইবোন, আত্মীয় স্বজন, বন্ধু-স্বজন ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার বাদ যোহর এই দোয়া মোনাজাতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আমান সেরনিয়াবাত, হেমায়েত উদ্দিন হাওলাদার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার প্রমুখ।