3:14 pm , January 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বিভিন্ন দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশালের জেলা কমিটি। শনিবার নগরীর সদর রোডে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে তারা। গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা সহ বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায়তারা বন্ধ এবং নিত্যপণ্যের দাম কমিয়ে আনার দাবীতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা সমন্বয়কারী অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদার। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, বাসদ বরিশাল জেলা কমিটি সদস্য সচিব মনিষা চক্রবর্তী, কমরেড সাইদুল ইসলাম,কমরেড জাফর আহমেদ তালুকদার।