3:12 pm , January 14, 2023

উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুরের জল্লার কারফা পাবলিক একডমিক মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপীঅনুষ্ঠান শুরু হয়েছে। বিদ্যালয়ের মাঠে শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ে শনিবার এ অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের সুচনা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস। সাড়ে ১০ টার দিকে শতশত শিক্ষার্থীরা হাতি ও ঘোড়ার গাড়ী নিয়ে একটি শোভাযাত্রা বের করে সড়ক প্রদিক্ষন করে। পরে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কারফা পালিক একাডমি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা: এইচ এন সরকার। বক্তব্য রাখেন এ্যাড. তালুকদার মো. ইউনুস, মো. শাহে আলম এমপি, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন জল্লা ইউপি চেয়ারম্যান বেবী রানী দাস প্রমূখ। এ সময় বিদ্যালয়ের প্রবীন প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জল্লা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মানিত করা হয়। উজিরপুরের গ্রাম্যঞ্চলের পুরাতন মাধ্যমিক বিদ্যালয়টির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানটি স্বরনীয় করে রাখতে প্লাটিমা জুবিলী অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের আশপাশ এলাকা জুড়ে উৎসবের নগরীতে পরিনত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা: এইচ এন সরকার নিজ উদ্যোগে নানা ধরনের সাংকৃতিক আয়োজন করেছেন। আজ রোববার সাংস্কৃতিক অনুষ্ঠান ওর্যাফেল ড্র’র মধ্যদিয়ে সমাপ্ত করা হবে অনুষ্ঠানের।