3:23 pm , January 13, 2023

বিশেষ প্রতিবেদক ॥ কোলকাতার স্বনামধন্য এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনদিনের সফরে ভারত গেলেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ। ভারতের উদ্দেশ্যে শুক্রবার বিকালে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার বিকালে তিনি বরিশাল থেকে ঢাকা যান। জানা গেছে ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ্যাপোলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের একটি কনফারেন্সে বরিশাল বিভাগের ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক হিসাবে তিনি এই আমন্ত্রণ পেয়েছেন। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে তার এই যাত্রা বাংলাদেশের তথা বরিশালের জন্য সুখবর বহন করবে বলে জানিয়েছেন কাজী মিরাজ মাহমুদ। তিনি জানান, সফরে হাসপাতালের কলকাতাসহ বিভিন্ন প্রদেশের শাখা পরিদর্শন করবেন ও তাদের স্বাস্থ্য সেবা কার্যক্রম জানবেন।