3:07 pm , January 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফরম পূরনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময় অনুযায়ী চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত ফরম পূরন করতে পারবে পরিক্ষার্থীরা। তবে এ ক্ষেত্রে গুনতে হবে বিলম্ভ বা বর্ধিত ফি। গতকাল বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পুরনের দ্বিতীয় ধাপ ১০ জানুয়ারী থেকে চলমান রয়েছে। তৃতীয় ধাপের ফরম পূরন বর্ধিত ফি সহ ১৫ জানুয়ারী থেকে ২২ জানুয়ারী পর্যন্ত বৃদ্ধি করা হলো। তবে এই সময়ের পরে ফরম পূরনের প্যানেল বন্ধ হয়ে যাবে এবং মেনুয়্যাল ফরম পূরন করা যাবে না।