2:57 pm , January 12, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ বাজারে শীত বস্ত্র বিতরণ করা হয়। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসার মো. আব্দুস সালাম। এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক মোঃ নুরে আলম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপরদিকে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে কেদারপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়নের ৫ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।